বালিতেও যে এত মুগ্ধ করা শিল্পকর্ম ফুটিয়ে তোলা যায়, তার নিরদর্শন সুদর্শন পট্টনায়েক। বালি ভাস্কর সুদর্শন সর্বদাই তাঁর বালি শিল্পের মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দেন। এহেন সুদর্শন এবার পুরীর সৈকতে ফুটিয়ে তুললে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা কর্ণধার ইলন মাস্কের ছবি ফুটিয়ে তুললেন। একেবারে হুবহু। দেখুন।