ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান ভক্তদের। মহাকুম্ভ ২০২৫-এর অপরূপ দৃশ্য ধরা পড়ল ড্রোনে। ভোর থেকে শুরু হয়েছে ভক্তদের ঢল। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভে পবিত্র স্নান করেছেন ৫০ কোটিরও বেশি ভক্ত। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থলে এই স্নানে মোক্ষলাভ হয় বলে বিশ্বাস করেন তীর্থযাত্রীরা। সাধু-সন্ন্যাসী থেকে সাধারণ ভক্ত, সকলেই অংশ নিয়েছেন এই মহাযজ্ঞে। প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো এলাকা ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারির আওতায় রাখা হয়েছে।