জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় একটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। যদিও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী দিল্লি-সহ পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ-সহ উত্তর ভারতের বহু রাজ্যেই। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ এই ভূমিকম্প হয় বলে জানা গেছে। প্রায় ১০ সেকেন্ড ধরে কম্পন চলে, এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।