একের পর এক ভূমিকম্প। আর তাতেই কেঁপে উঠল দেশের একাধিক রাজ্য। কোথাও মাঝরাতে, তো কোথাও একেবারে ভোরবেলায়। সিকিম থেকে শুরু করে অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, এমনকী পড়শি দেশ ভুটানেও ভূমিকম্প অনুভূত হয়। আর তাতেই আতঙ্কিত সেখানে ঘুরতে যাওয়া দেশ-বিদেশের পর্যটকরা। কিন্তু একই দিনে কেন একাধিক জায়গায় ভূমিকম্প? তা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে। তাহলে কি এই ভূমিকম্প ভবিষ্যৎ-এ কোনও বড়সড় দুর্যোগের বার্তা দিচ্ছে? বৃহস্পতিবার সাতসকালেই ভূমিকম্প অনুভূত হয় সিকিমে। অন্যদিকে, অরুণাচল প্রদেশেও জোড়া ভূমিকম্প হয়। মহারাষ্ট্রেও ভূমিকম্প হয়, অনুভূত হয় আফটার শকও। তবে কোনও কম্পনের তীব্রতাই খুব বেশি ছিল না।