রমজান শেষে আজ খুশির ঈদ। বিশ্বের অনেক জায়গায় গতকাল ঈদ পালন করলেও, সারা ভারতে আজ পালন করা হচ্ছে ঈদ। সকালে নমাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারপর একে অপরকে আলিঙ্গন। ছোটদের খুশি। বাড়িতে খাবারের আয়োজন। করোনোবিধির কারণে দুবছর ঈদ সেভাবে পালন করতে পারেনি মুসলিম সম্প্রদায়ের মানুষ। তবে করোনাবিধি না থাকায় এবারের ঈদে খুশি একটু বেশি।