বিহার নির্বাচনের আগে নিবিড় ভোটার সংশোধন নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বুধবার নির্বাচন কমিশনের নতুন ভোটার তালিকায় 'মৃত' ঘোষিত ব্যক্তিদের সঙ্গে চা চর্চা করলেন রাহুল গান্ধী। সেই ভিডিও পোস্ট করে নির্বাচন কমিশনকে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা। বললেন, 'জীবনে নানা মজার অভিজ্ঞতা হয়েছে। কিন্তু কখনও মৃত মানুষদের সঙ্গে চা খাওয়ার সুযোগ হয়নি'।