উত্তরপ্রদেশে ফতেহপুর মাজারকে ঘিরে বিতণ্ডা। ভাঙচুর চালাল একদল হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন। তাদের দাবি, ওই মাজার আসলে শিবমন্দির। সেখানে মন্দিরের চিহ্ন রয়েছে। আমরা পুজো করতে গিয়েছিলাম। অভিযুক্ত, মুসলিমদের তরফ থেকে ছোড়া হয়েছিল ইঁট-পাটকেল। গোটা ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন। কেন ব্যবস্থা নেওয়া হল না অভিযুক্তদের বিরুদ্ধে?