১৫ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ভারতে এসে পৌঁছল অ্যাপাচে হেলিকপ্টার। যোধপুরের এয়ারবেসে রাখা হবে হেলিকপ্টারগুলিকে। এই নিয়ে ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হল ২৫টি অ্যাপাচে। ভারতীয় সেনার কাছে এটি মাইলস্টোন মুহূর্ত। জানালেন ভারতীয় সেনার অ্যাভিয়েশন বিভাগের প্রাক্তন ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার। প্রতিপক্ষের ট্যাঙ্ক ধ্বংসে এর জুড়ি মেলা ভার। সর্বোচ্চ ২০ হাজার ফুট উচ্চতায় ৩০০ কিমি প্রতি ঘণ্টায় উড়তে সক্ষম এই কপ্টার। রাতের অন্ধকারে ও খারাপ আবহাওয়াতেও শত্রুকে ধ্বংস করতে সক্ষম। দু’মিনিটে ১,২০০ রাউন্ড গুলি ছোড়া যায়। প্রয়োজনে মিনিটে ২৮০০ ফুট উচ্চতায় উঠে যেতে পারে আমেরিকায় তৈরি এই কপ্টার। তাই অ্যাপাচি হেলিকপ্টারগুলোকে ‘ট্যাঙ্ক কিলার’ নাম দেওয়া হয়েছে।