চাঁদের কক্ষপথে ঢোকার পর এই প্রথম ছবি পাঠাল ভারতের চন্দ্রযান 3. চাঁদের কক্ষপথে ঢোকার পর এই প্রথম ছবি পাঠাল ভারতীয় মহাকাশযান। চাঁদের গা-ঘেঁষে থাকা অবস্থায় সেই ছবি পাঠাল চন্দ্রযান 3। রবিবার, 6 অগাস্ট সেই ছবি টুইট করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. ভিডিওতে দেখা গিয়েছে, চারদিকে অন্ধকার। এরমধ্যে ধূসর গোলক। চাঁদের এবড়োখেবড়ো অংশ ধরা পড়েছে ছবিতে। শনিবার, 5 অগাস্ট সন্ধ্যায় চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান 3। উৎক্ষেপণের 22 দিন পর চাঁদের আকর্ষণবলের অধীনে প্রবেশ করেছে সেটি। তবে চাঁদের মাটি ছুঁতে গেলে আরও বেশ কয়েকটি কঠিন ধাপ পেরোতো হবে চন্দ্রযান 3 কে।