অপারেশন সিন্দুরের পর প্রথমবারের মতো ২৬ জানুয়ারি সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এদিন Indian Army কর্তব্যপথে বিভিন্ন যুদ্ধবিমান যেমন Rafale, Apache Helicopter, Sukhoi-30 Fighter Jet উড়ছিলো এবং একের পর এক ভারতীয় সেনাবাহিনী প্যারেডে অংশ নেয়। কুচকাওয়াজে আধুনিক অস্ত্র Misslie, কামান এবং রকেট লঞ্চারের প্রদর্শনী হয়। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন European Commission President Ursula von der Leyen এবং European Council President Antonio Costa। ইউরোপীয় ইউনিয়নের সেনারা ভারতীয় সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্যারেডে অংশগ্রহণ করেন। এই পাক্কা সশস্ত্র বাহিনীর প্রদর্শনী দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও ঐক্যের প্রতীক হিসেবে দৃষ্টিগোচর হয়।