জন্ম শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। স্মৃতিসৌধ'সদৈব অটল' এ শ্রদ্ধা জানালেন বাজপেয়ীর পালিত কন্যা নমিতা কৌল ভট্টাচার্য। শ্রদ্ধা জানালেন দেশ নেতারা। ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, লোকসভার স্পিকার ওম বিরলা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ।