ভারত কি আন্তর্জাতিক হাব হয়ে উঠবে? ভারতের কোনও একটি শহর বা আর শহরে কি আন্তর্জাতিক উড়ানে যোগাযোগের কেন্দ্র হতে পারে? এই প্রশ্নের উত্তরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন,'আজ ভারতের বিমান পরিষেবা দ্রুত এগিয়ে চলেছে। ২০১৪ সাল পর্যন্ত দেশে ৬ কোটি অভ্যন্তরীণ যাত্রী ছিল। সেখানে ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে হয়েছে ১৪.৫ কোটি। এ সবে শুরু। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যাও ৪২ কোটি ছাড়িয়ে যাবে। দেশের মানুষ যখন বিমানে বেশি ভ্রমণ করবেন, তখন অবশ্যই দেশ উন্নতি করবে। আন্তর্জাতিক বিশ্বেও এর সুফল আমরা পাব।