দুর্গাপুজোয় বড় খবর ভারতবাসীর জন্য। ফের মহাকাশে পাড়ি দিতে চলেছে ভারত। চন্দ্রযান-3 এর সাফল্যের পর ইসরোর লক্ষ্য এখন মিশন গগনযান৷ আর কবে সেই যান পাড়ি দেবে? তার দিনক্ষণ ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী। মিশন গগনযান-এর কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পে একক ভাবে মহাকাশযাত্রা করবে ভারত। শুরু হচ্ছে তাড়ই পরীক্ষামূলক প্রস্তুতি৷ মঙ্গলবার নয়াদিল্লিতে মহড়ার কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। জানা গিয়েছে দুবার মহড়ার পর ভারতীয় নভোচরদের নিয়ে রওনা দেবে গগনযান।