আমাদের রাজ্যের পাশেই মজুত রয়েছে দেশের সবচেয়ে বড় সোনার ভাণ্ডার। সেখানে মজুত থাকা সোনার পরিমাণ নাকি ২২২.৮৮ মিলিয়ন টন। এই তথ্য সামনে এনেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেখানে জানানো হয়েছে, ২৭.৬ টন খনিজ সমৃদ্ধ আকরিক সহ প্রায় ২২২.৮৮ মিলিয়ন টন সোনা মজুত রয়েছে সেই খনিতে। জায়গাটির নাম হল জামুই জেলা। তা বিহারে অবস্থিত হলেও আমাদের বীরভূম জেলার রামপুরহাট থেকে ১৯৯ কিমি দূরে অবস্থিত।