ক্যান্সারের কথা শুনলেই আমরা সকলেই আঁতকে উঠি। এই মারণ রোগে না জানি কত মানুষ প্রত্যেক বছর প্রাণ হারান। এখনও পর্যন্ত এই রোগের কোনও ওষুধ আবিষ্কার হয়নি। বর্তমানে দেশে কম বয়সি মেয়ে অর্থাৎ বিশেষ করে কিশোরীদের মধ্যে বাড়ছে সার্ভাইক্যাল ক্যানসার। আর সেই কারণেই অল্প বয়সি মেয়েদের টিকা গ্রহণে উৎসাহিত করা হবে। বৃহস্পতিবার বাজেটে সে কথাই ঘোষণা করল মোদি সরকার। স্বাস্থ্য পরিকাঠামোয় উন্নয়নের জন্যও বিশেষ উদ্যোগের কথা জানানো হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, বর্তমান প্রজন্মের অনেকেই চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে চান।