মহাকাশ ঘুরে আসা NASA-র ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ভারতে ফিরে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল শুভাংশুর? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লর সঙ্গে আলাপচারিতায় বলেন, 'সবচেয়ে বড় কাজ হবে, আমাদের একটা বিশাল অ্যাস্ট্রোনট পুল তৈরি করা। অন্তত ৪০–৫০ জন থাকা উচিত।' মোদীর কথার উত্তরে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন রাকেশ শর্মা স্যার ১৯৮৪ সালে প্রথমবার মহাকাশে গিয়েছিলেন। কিন্তু আমার মনে তখন কখনও অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্ন জাগেনি, কারণ আমাদের কোনও প্রোগ্রামই ছিল না। কিন্তু এবার আমি যখন স্টেশনে গেলাম, তিনবার শিশুদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। প্রতিটি অনুষ্ঠানে ওরা একটাই প্রশ্ন করেছে, আমি কীভাবে অ্যাস্ট্রোনট হতে পারি? আমার মনে হয়, এটিই আমাদের দেশের সবচেয়ে বড় সাফল্য। আজকের ভারতে শিশুরা জানে এটা সম্ভব। আমাদের সুযোগ আছে, আর আমরা পারি। আর যেমন আপনি বললেন, এটাকে আমি আমার দায়িত্ব হিসেবে দেখছি। আমি আমার দেশে অনেকবার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি, এখন আমার দায়িত্ব যত বেশি সম্ভব মানুষকে এই স্তরে নিয়ে আসা।