মুষলধারে বৃষ্টিতে ভাসছে গুজরাতের কিয়দংশ। আর জলের তোড়ে ভেসে এসেছে সরীসৃপরাও। এমন একটি ছবিই দেখা গেল, ভাদোদরায়। জলমগ্ন এলাকার একটি টালির চালের বাড়ির ছাদে রোদ পোহাচ্ছে কুমির! ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছে।