কেরালার একটি সমাবেশে ফিলিস্তিনি জঙ্গি নেতার উপস্থিতিতে এবার শোরগোল পড়ল। ওই নেতাকে হিন্দুত্বকে উপড়ে ফেলার আহ্বান দিতেও শোনা গিয়েছে। এই ঘটনার পরই তীব্র নিন্দা শোনা যাচ্ছে BJP-র তরফে। শুক্রববার ঘটনাটি ঘটেছে কেরালার মালাপ্পুরমে। সেখানে সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট নামে একটি সংগঠনের তরফে একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। এই সমাবেশেই ওই ফিলিস্তিনি জঙ্গি নেতাকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে শোনা যায়। ফিলিস্তিনি জঙ্গি নেতা খালেদ মাশায়েলের বিরুদ্ধে হিন্দুত্ব এবং বর্ণবাদের বিরুদ্ধে বক্তব্য রাখার অভিযোগ উঠেছে।