হোলি উৎসবে মেতে উঠেছে সারা দেশ। বাদ যায়নি সেনা জওয়ানরাও। বিশেষ সীমান্ত পাহাড়ায় যেসব সেনারা আছেন তারা মেতে উঠেছে রঙের উৎসবে। পঞ্জাবের অমৃতসরের খাসা সদর দফতরে বিএসএফ জওয়ানরা নাচ গানের সঙ্গে হোলি পালন করল।