উত্তর প্রদেশের বারাবাঙ্কির দেবা শরীফ দরগায় হিন্দু ও মুসলিমরা একসঙ্গে হোলি উৎসবে মাতলেন। এই রীতি বহু পুরনো। তাদের বক্তব্য একসঙ্গে হোলি উদযাপনের মাধ্যমে গোটা বিশ্বকে একটি বার্তা দেওয়া যে, সমস্ত মানুষ যদি ভালবাসার মাধ্যমে একত্রিত হয়, তাহলে ভারত সবার শীর্ষে থাকবে।