হোলির উৎসবে মেতেছে সারা দেশ। মহারাষ্ট্রের পুণেতে একটি বড় জায়গায় সবাই সমবেত হয়ে হোলিতে মেতে উঠছে। বাচ্চা থেকে বড় সবাই একসঙ্গে পালন করছে রঙের উৎসব। একটি ড্রামে রাখা হয়েছে রঙ গুলে। সেই ড্রাম থেকে পিচকারি দিয়ে নিচ্ছে বাচ্চারা আর খেলছে হোলি। দেখুন ভিডিও।