দেশের কসমোপলিটন বা অ্যারিস্ট্রোক্র্যাট বড়লোকদের শহর হিসাবেই এর খ্যাত। বেঙ্গালুরুবাসীর আরও একটা অহংকার রয়েছে সেখানকার আবহাওয়া নিয়ে। কথায় কথায় তাঁরা বলে থাকেন। বাহঃ দারুণ ওয়েদার। সেই ওয়াদারটারই একেবারে বারোটা বাজিয়ে দিয়েছে প্রবল বৃষ্টি। টানা বৃষ্টি এবং এর জেরে বন্যা পরিস্থিতি এই বেঙ্গালুরুর চেহারাটাই পাল্টে দিয়েছে। মঙ্গলবার থেকে সে কী ঝড় বৃষ্টি ইচ্ছে সেখানে। যে শহর একেবারে ঝাঁ চকচকে, তার ড্রেনেজ ব্যবস্থার অবস্থা সত্যিই করুণ। একাধিক জায়গা এখন জলের তলায়। বিভিন্ন জায়গায় গাছ পড়ে রয়েছে।