টানা বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু। শহরের বিভিন্ন জায়গা জলমগ্ন। এমনকী বাড়ির ভিতরেও এক কোমর জল। কোথাও কোথাও তার থেকেও বেশি। যাতায়াতের জন্য বড় রাস্তায় নামানো হয়েছে নৌকো। শনিবার থেকে বৃষ্টি হওয়ায় এই অবস্থা। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।