হিজাব। জাফরান রঙের গামছা। এই দুই পোশাক নিয়ে এখন দেশজুড়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। কর্নাটকের এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই বিতর্কের সূত্রপাত হলেও দেশের বিভিন্ন প্রান্তে এখন এটা নিয়েই আলোচনা চলছে। মামলা সুপ্রিম কোর্ট পর্যন্তও গড়িয়েছে। এখন অনেকের প্রশ্ন, তাহলে কি স্কুল বা কলেজে হিজাব পরে যেতে পারবেন না ছাত্রীরা? যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে সেটা কীভাবে? আর যদি উত্তর না হয় তাহলেই বা তার ব্যাখ্যাটা কী? দেশের সংবিধান এই নিয়ে কী বলছে?