প্রবল বর্ষায় ভারতের নানা প্রান্তে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। তার জেরে মৃত্যু মিছিল। কেরলের ওয়েনাডে যখন ধসের স্তূপের মধ্যে থেকে লাশের পর লাশ বেরিয়ে আসছে, তখন হিমাচলপ্রদেশের কুল্লু ও মান্ডিতে ভয়াবহ মেঘ-ভাঙা বৃষ্টি। এই সেই বৃষ্টি, যার জেরে ২০২৩ সালে ভেসে গিয়েছিল উত্তর সিকিম। বুধবার মাঝরাতে হঠাত্ মেঘ ভাঙে কুল্লুতে। ব্যস, প্রকৃতির ধ্বংসলীলা শুরু। সরকারি ভবন থেকে শুরু করে শহরের একটা বড় অংশই ভেসে গিয়েছে। এখনও পর্যন্ত ২২ জন নিখোঁজ। বহু মৃত্যুর আশঙ্কা। ভয়াবহ সেই ভিডিও দেখুন।