কলকাতায় এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ঔরঙ্গজেব যেমন হিন্দু ধর্মের অবসান ঘটানোর শপথ নিয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী উভয়েই ব্যর্থ হবেন। 'ঔরঙ্গজেব হিন্দু ধর্মকে ধ্বংস করার শপথ নিয়েছিলেন, কিন্তু হিন্দু ধর্ম শেষ হয়নি, ঔরঙ্গজেব শেষ হয়ে গিয়েছেন। আজ আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে বলতে চাই যে তারা যদি মনে করেন যে তারা হিন্দু ধর্মের অবসান ঘটাতে পারবেন তবে আমি তাদের বলতে চাই যে হিন্দুত্ব শেষ হবে না। তাঁরা শেষ হয়ে যাবেন। হিন্দুধর্ম কখনও শেষ হতে পারে না।'