উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যয়। নরেন্দ্রমোদীর নির্বাচনী কেন্দ্রে দাঁড়িয়ে খেলা হবে স্লোগান তাঁর। মমতা বললেন বিজেপি ভয় পেয়ে গেছে। বেনারসের ঘাটে যাওয়ার সময় কয়েকজন বিজেপি সমর্থক মমতার গাড়ি আটকায় গো ব্যাক স্লোগান দেয়। এই ঘটনায় মমতা বলেন বিজেপি হেরে যাবে বলেই আমাকে চলে যেতে বলছে। উত্তরপ্রদেশে বিজেপেকে ধাক্কা দিয়ে বের করে দিন। জনসভা থেকে বললেন মমতা। যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে তিনি বলেন, নামেই তিনি যোগী আসলে ভোগী।