বারাণসীতে গঙ্গার ধারের ডোমড়িগড় গ্রামে হয়েছে এয়ার বেলুনের বেস। মাটি থেকে দড়ি বাঁধা গ্যাস বেলুনে চেপে দেখা যাবে গোটা শহর। দেব দীপাবলির আগে পর্যটন বাড়ানোর লক্ষ্যে বারাণসীতে তিন দিনের এই হট এয়ার বেলুন শো শুরু হয়েছে। যা দেখতে সাধারণ মানুষ ভিড় জমিয়েছে। পর্যটকরাও যাচ্ছেন সেখানে।