পুরীর মন্দিরে রহস্যময় ধন ভাণ্ডার নিয়ে দেশের মানুষের উৎসাহের শেষ নেই। মন্দিরের নীচে থাকা গোপন সুড়ঙ্গের তলায় থাকা এই ধনভাণ্ডারে নাকি রক্ষিত রয়েছে বিপুল সম্পত্তি। মণি -মাণিক্য, রত্ন ছাড়াও , সোনার গয়না, মোহর কী নেই এই ধন ভাণ্ডারে? এই ধনভাণ্ডারে মজুত সম্পত্তির পরিমাণ নিয়ে প্রচলিত রয়েছে অনেক গল্পকথাও। এমনও শোনা যায়,মন্দিরের নীচে থাকা এই ধনভাণ্ডার নাকি পাহারা দেয় বিষধর সাপ। এবার পুরীর মন্দিরের সেই রহস্যময় ধনভাণ্ডারের পরিমাণ জানতে এবার ওড়িশা হাইকোর্টে পিটিশন দায়ের হয়েছে। সম্প্রতি 30 জুন ওড়িশা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, যেখানে রত্ন ভাণ্ডার খুলে ভিতরের জিনিসগুলির একটি তালিকা তৈরি করার দাবি জানানো হয়েছে।