মাত্র 14 মিনিটেই একদম ঝকঝকে তকতকে বন্দে ভারত এক্সপ্রেস। শুনতে অবাক লাগলো তো? তাহলে শুনুন এই যে ভিডিও আপনাদের স্ক্রিনে রয়েছে তা হল নাগপুর স্টেশনের। সেখানে দাঁড় করানো ট্রেনটিকে নিশ্চয়ই চিনতে অসুবিধঠা হচ্ছে না আপনাদের। হ্যাঁ। ঠিকই ধরেছেন। এটি আসলে একটি বন্দে ভারত এক্সপ্রেস। আর বিলাসপুর-নাগপুর রুটের এই বন্দে ভারত এক্সপ্রেসটিকে ধোয়ার কাজ চলছে।