১৮ মে উদ্ধোধন হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের।। পুরী থেকে ছাড়ার পর সেটি আসবে হাওড়া স্টেশনে। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ট্রেনটি পুরী থেকে ছাড়বে বলে জানা গিয়েছে। সেটি হাওড়া এসে পৌঁছবে রাত ৮টা নাগাদ। তবে এই টাইমিং শুধুমাত্র উদ্বোধনী যাত্রার জন্য। জেনে নেওয়া যাক, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে কতক্ষণ লাগবে পুরী যেতে, কত ভাড়া ও কটি স্টেশনে থামবে।