নেপালে কোশি নদীর জলে ভেসে গিয়েছে বিহারের বিস্তীর্ণ অঞ্চল। বিহারে বন্যার কাজে নামানো হয়েছে সেনাকে। এবার বিহারে বন্যার কাজে গিয়ে এমারজেন্সি ল্যান্ডিং করল ভারতীয় বায়ুসেনার এটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার। বুধবার, ২ অক্টোবর বিহারের মুজাফফরপুর জেলায় জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি। জানা গিয়েছে হেলিকপ্টারটির একটি ব্লেড ভেঙে গিয়েছিল। এরপরই নাকি আর ঝুঁকি না নিয়ে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। জানা গিয়েছে হেলিকপ্টারটি দারভাঙা থেকে আসছিল। বন্যা দুর্গতদের আকাশ থেকে ত্রাণ সামগ্রী ফেলার পরে সমস্যা দেখা দেয়।