ভারত ফ্রান্সের সঙ্গে প্রায় ৬৩,০০০ কোটি টাকার বিশাল চুক্তি স্বাক্ষর করেছে ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমান কেনার জন্য। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং ভারতের পক্ষে এই চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে নৌবাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল কে স্বামীনাথনও উপস্থিত ছিলেন। রাফাল মেরিন যুদ্ধবিমানগুলি বিশেষভাবে নৌবাহিনীর বিমানবাহী রণতরী থেকে ওঠানামার জন্য তৈরি। এই চুক্তির ফলে ভারতের নৌসেনার শক্তি ও সমুদ্রপথের নিরাপত্তা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।