India র শত্রু দেশ বলে পরিচিত Pakistan ও China। কিন্তু পাকিস্তান ও চিন আবার পরস্পরের বন্ধু দেশ। কিন্তু ভারতীয়দের কাছে একটা স্বস্তির খবর রয়েছে। কিছুদিনের মধ্যেই পাকিস্তানের সামনে চিনকে ধুলোয় মিশিয়ে দিতে পারে ভারত। ভাবছেন তো কী করে এটা সম্ভব? তাহলে শুনুন। সম্প্রতি জাপানকে টপকে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে গিয়েছে।