Pahalgam এ জিহাদি হানার ঘটনার পর Attari - Wagah Border বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে India Government । ভারতে বৈধ Visa নিয়ে থাকা পাক নাগরিকদেরও দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে কাউকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। ভারতের নাগরিকদেরও Pakistan যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। ভারতীয় বিদেশমন্ত্রকের মতে পাকিস্তানিদের দেওয়া ভারতের ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে ধার্য হবে। আর এই ঘোষণার পরই পাক নাগরিকরা ভারত ছাড়তে শুরু করেছেন। আটারি-ওয়াঘা সীমান্তে গাড়ির লম্বা লাইন চোখে পড়েছে। এই আটারি-ওয়াঘা বর্ডারেই চোখে পড়ল দুই শিশু বসে রয়েছে গাড়িতে। চোখে জল। জানা গেল এই দুই শিশু তার বাবা-মায়ের সঙঅগে পাকিস্তান থেকে Delhi তে এসেছিল মামারবাড়িতে। অসুস্থ দিদাকে দেখতে বাবা-মায়ের সঙ্গে পাকিস্তান থেকে ভারতে এসেছিল তারা। কিন্তু পেহলগামের ঘটনার পরই বদলে গিয়েছে পরিস্থিতি।