আজ ভারত দ্রুত অ্যাডভান্সড প্রযুক্তির দিকে এগোচ্ছে। সেমি-কাইরোজেনিক ইঞ্জিন, ইলেকট্রিক প্রপালশনের মতো অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করছে। শীঘ্রই আপনাদের সকল বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম সফল হয়ে ভারত গগনযান মিশনে যাবে। আগামিদিনে ভারত নিজস্ব স্পেস স্টেশন তৈরি করবে। জাতীয় মহাকাশ দিবসে ভারত নিজস্ব স্পেস স্টেশন তৈরি করার বিষয়ে দেশবাসীর সামনে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তিনি ঠিক কী বলেছেন এক ঝলকে শুনুন।