ট্যাঙ্ক-বিধ্বংসী Guided Missile র বা Man Portable Anti-Tank Guided Missile সফল পরীক্ষা চালাল India। Defence Research & Development Organisation সোমবার একটি চলমান টার্গেটের বিরুদ্ধে এই মিসাইলের টেস্ট করেছে। এই মিসাইল কাঁধে বহনযোগ্য। অর্থাৎ কাঁধে করে জওয়ানরা নিয়ে পারেন ব্যবহার করতে। মিসাইলটি একটি ট্রাইপড বা সামরিক যান থেকে উৎক্ষেপণ করা যেতে পারে।