Indian Railways এ বিপ্লব ঘটাল ভারত। প্রযুক্তিগত দিকে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করল ভারতের রেল। দেশের মাটিতে প্রথমবারের মত Hydrogen চালিত ট্রেনের চাকা গড়াল। রেলমন্ত্রী Ashwini Vaishnaw শুক্রবার ঘোষণা করেছেন যে, দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের সফলভাবে পরীক্ষা করা হয়েছে। তাও আবার সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী।