দেশের প্রতিরক্ষার দিকটি আরও শক্তিশালী করতে পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। চিনে ঢুকে মারবে ভারতে তৈরি হাজার হাজার সুখই যুদ্ধবিমান। সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সোমবার, 9 সেপ্টেম্ব প্রতিরক্ষা মন্ত্রক হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর সঙ্গে 26 হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে৷ কেনা হবে সুখোই-30MKI বিমানের জন্য 240টি AL-31FP এরো ইঞ্জিন। নয়াদিল্লিতে প্রতিরক্ষা সচিব গিরিধর আরামনে, প্রতিরক্ষা উৎপাদন সচিব সঞ্জীব কুমার এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর উপস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রক এবং HAL-র মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।