শুক্রবার শুরু হয়েছে ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩। এবারের থিম 'দ্য ইন্ডিয়া মোমেন্ট'। প্রথম দিনমঞ্চে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নানা বিষয়ে মতামত ব্যক্ত করেন। তার মধ্য়েই তিনি রাহুল গান্ধীর "ভারতীয় পার্লামেন্টে গণতন্ত্র নেই, সংসদে কথা বলতে দেওয়া হয় না" অভিযোগের কড়া জবাব দেন। অমিত শাহ বলেন, " রাহুল নিয়ম জানেন না। তাঁর সে বিষয়ে পড়াশোনা করা উচিত। এমন নয় যে সংসদের কোনও নিয়ম আমরা বানিয়েছি। এটা অনেক পুরনো নিয়ম। এই নিয়ম আমরা বানাইনি। এটি নেহেরু এবং ইন্দিরা গান্ধীর সময় থেকে চলে আসছে। আপনার দিদার বাবার আমল থেকেই চলে আসছে। তাঁরাও এই নিয়মেই অভ্যস্ত ছিলেন। আমরাও সেই নিয়মই পালন করে আসছি। উনি নিয়মও বোঝেন না এবং নিয়ম অনুযায়ী কিছু করেনও না।"