কিছু সমস্যা যে আছে, সেটাও স্বীকার করলেন প্রাক্তন CEC এস ওয়াই কুরেশি। বললেন, 'ভোট চুরির দাবি রাজনৈতিক ইস্যু। তবে পাশাপাশি এটাও বলব যে, ইলেক্টোরাল রোল নিয়ে যে উদ্বেগের ব্যাপারটা রয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীনও বলা যায় না। আমি বরাবরই এটা বলে এসেছি যে, এই ইলেক্টোরাল রোলের জায়গাটা আমাদের দুর্বল অংশ। কিন্তু এই অংশই দেশের ভোট, নির্বাচনের স্বচ্ছতার মূল ভিত। এই ইলেক্টোরাল রোলই যদি নির্ভুল এবং স্বচ্ছ না হয়, তাহলে সেই নির্বাচনেরও আর কোনও অর্থ থাকে না।'