'অপারেশন সিঁদুরে আমরা পাল্টা দিয়েছি। পহেলগাঁও হামলার পর ভারত জবাব দিয়েছি। ৯টি জঙ্গিঘাঁটিতে ধ্বংস করে দেওয়া হয়'। কার্গিল দিবসে বললেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন,'এটা খালি জবাব নয়, স্পষ্ট বার্তা যে সন্ত্রাসবাদকে মদতদাতারা আর বাঁচবে না'।