প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশ নিজেদের উন্নত করে চলেছে ভারত। এবার Visakhapatnam র নৌ ডকইয়ার্ডে ভারতীয় নৌবাহিনীতে কমিশনিং করল প্রথম দেশীয়ভাবে ডিজাইন করা এবং নির্মিত ডাইভিং সাপোর্ট ভেসেল আইএনএস নিস্তার। কমিশনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। এই মাইলফলককে দেশের জন্য একটি গর্বের মুহূর্ত বলে অভিহিত করেন মন্ত্রী।