ইচ্ছে হলেই যখন-তখন বার্থ নামিয়ে ঘুমিয়ে পড়তে পারবেন না যাত্রীরা। রেলরক্ষীদের নির্দেশ দিল বিভিন্ন রেলওয়ে জোন। দূরপাল্লার ট্রেনে কী কী করা যাবে না বলে জানিয়েছে রেল? রেল জানিয়েছ ট্রেনে যখন তখন ঘুমানো যাবে না। এর আগে রাতের যাত্রায় যাত্রীরা সর্বোচ্চ নয় ঘণ্টা ঘুমাতে পারতেন। কিন্তু এখন এই সময় কমিয়ে আট ঘণ্টা করা হয়েছে। এর আগে যাত্রীরা রাত 9 টা থেকে সকাল 6টা পর্যন্ত এসি কোচ ও স্লিপারে ঘুমাতে পারতেন। তবে রেলওয়ের নয়া নিয়ম অনুযায়ী, এখন আপনি কেবল রাত 10 টা থেকে সকাল 6টা পর্যন্ত ঘুমাতে পারবেন। অর্থাৎ এখন ঘুমের সময় কমে আট ঘণ্টা হয়েছে। যে সব ট্রেনে ঘুমানোর ব্যবস্থা রয়েছে, সেসব ট্রেনে এই পরিবর্তন প্রযোজ্য হবে।