অপারেশন সিঁদুরে পশ্চিম দিকে ভারতের শক্তি দেখেছে গোটা বিশ্ব। পূর্বেও নজর ভারতের। চিকেন নেকের কাছেই মহড়া দিল ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। আকাশ উড়ছে ড্রোন, মাটিতে ট্যাঙ্ক। সেই সঙ্গে প্রযুক্তির যথাযথ ব্যবহার। তিস্তায় মহড়া দিল সেনা।