আমেদাবাদে অবতরণের সময় রানওয়েতে ধাক্কা খেল ইন্ডিগোর বিমান। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে গুজরাটের আমেদাবাদে (Ahmedabad) যাচ্ছিল ইন্ডিগো (IndiGo) এয়ারলাইন্সের 6E6595 বিমানটি (flight)। অবতরণের (landing) সময় বিমানের পিছনের অংশ (tail strike) ধাক্কা খায় রানওয়েতে। যদিও এই ঘটনায় যাত্রীদের কোনও চোট লাগেনি। বিমানটিকে শেষ পর্যন্ত নিরাপদেই অবতরণ করান পাইলট। অবতরণের পর বিমানটি থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। তবে বিমানটির পিছনের অংশ ধাক্কা লাগায় বিমানটির প্রয়োজনীয় মেরামতির প্রয়োজন হয়ে পড়ে। কীভাবে ঘটল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ইন্ডিগো সংস্থা। সম্প্রতি কলকাতা থেকে দিল্লি গামী একটি বিমানেও একই ঘটনা ঘটেছিল। দিল্লিতে অবতরণের ঠিক আগেই বিমানের পিছনের অংশ ধাক্কা খায় রানওয়েতে।