ইতিহাস গড়ার পথে ভারত। আর কয়েকটা দিন, তারপরই চাঁদের মাটি ছোঁবে ভারত। আর সেই মুহূর্ত দেখার জন্যই অপেক্ষা করছে দেশবাসী। তারপরই চন্দ্রপৃষ্ঠের বেশ কিছু খনিজের সন্ধান পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। স্পেস ফিজিক্স ল্যাবরেটরির ডিরেক্টর কে রাজীব সংবাদ সংস্থা ANI-র সঙ্গে কথা বলার সময় বলেন, "রোভারটি চন্দ্রপৃষ্ঠে খনিজের সন্ধান করবে। প্রথমবার ভারত চাঁদের রোগোলিথ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজ করতে চলেছে। চন্দ্রযান-2-এর অরবিটারটি এখনও কাজ করে চলেছে ও তথ্য সংগ্রহ করছে।" এছাড়াও তিনি বলেন, "গবেষণার কাজ এগিয়ে চলবে। তবে ইসরো কী ধরনের মিশন আগামী দিনে পরিচালনা করবে তা সরকারের অগ্রাধিকারের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।