চাঁদ সূর্যের পর এবার মহাশূন্যে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র বিজ্ঞানীরা। মিশন গগনযানের ট্রায়াল রানের প্রস্তুতি চলছে জোর কদমে। উল্লেখ্য সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরেই শুরুতেই মিশন গগনযানের প্রথম ট্রায়াল রানের লক্ষ্যমাত্রা রেখেছে ISRO. 2025 সালের মধ্যে মোট তিনটি মিশন পাঠানোর কথা গগনযানের। এর মধ্যে দুটি মানুষ ছাড়া এবং শেষ মিশনটি মানুষ-সহ। চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ডিং করে বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম।