ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা শুক্রবার কর্নাটকের চিত্রদুর্গার কাছে চাল্লাকেরে অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে 'পুষ্পক' নামে তার রি-ইউজেবল লঞ্চ ভেহিকল এর ল্যান্ডিং মিশন সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা লঞ্চ সাইটে উপস্থিত ছিলেন। ভারতের মহাকাশ সংস্থা এক্স হ্যান্ডেলে লিখেছে, 'ইসরোর আবার সাফল্য। পুষ্পক, ডানাওয়ালা যান, নামমাত্র অবস্থান থেকে মুক্তি পাওয়ার পর রানওয়েতে নির্ভুলতার সঙ্গে অবতরণ করেছে।