জম্মু ও কাশ্মীরের রিয়াসি ও কাঠুয়ার পর এবার ডোডাতেও হামলা সন্ত্রাসবাদীদের। গত তিন দিনে এটি তৃতীয় হামলা। এবার ডোডা জেলায় সেনাবাহিনীর অস্থায়ী অপারেশন ঘাঁটিতে গুলি চালাল সন্ত্রাসবাদীরা। এই হামলার পরে, ডোডার ছাত্রকলায় গুলি-পাল্টা গুলিতে পাঁচ সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে একজন বিশেষ পুলিশ অফিসার (SPO) রয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 'কাশ্মীর টাইগার' নামে একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। জম্মু ও কাশ্মীর | গতরাতে জঙ্গি হামলার পর কাঠুয়ার হীরানগর এলাকায় এনকাউন্টারে নিহত দ্বিতীয় সন্ত্রাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।